সকালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি সহ অন্য নেতারা ৷ আজ মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে ইন্ডিয়া জোটের শেষ দিনের বৈঠক ৷ এদিনের বৈঠকের সারাংশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করল ইন্ডিয়া৷ সেখানো জানানো হয়েছে, আগামী লোকসভা নির্বাচনে যতটা সম্ভব একসাথে লড়াই করবে ইন্ডিয়া জোটের সদস্যের। যতটা সম্ভব একের বিরুদ্ধ এক প্রার্থী দিয়ে লড়াইয়ের চেষ্টা করা হবে। আসন সমঝোতার বিষয়ে প্রতিটি রাজ্যে জরুরি ভিত্তিতে দ্রুত আলোচনা শুরু হবে। ‘গিভ অ্যান্ড টেক’নীতির উপরে ভিত্তি করেই এই সমঝোতা হবে জানানো হয়েছে ইন্ডিয়ার বিবৃতিতে। এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘আমাদের লড়াই চলবে। ইন্ডিয়া দেশের ভালোর জন্য লড়ছে। ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’৷ এনডিএ বিরোধিতায় আমাদের লড়াই শক্তিশালী। বৈঠকে লড়াই নিয়েই কথা হবে।’’ এদিন বৈঠকে রাজনৈতিক নেতাদের ঠিক মাঝখানে প্রথমসারিতে দেখা গিয়েছে মমতাকে৷ তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধি৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বৈঠক শেষ হলে সাংবাদিক বৈঠক হবে ৷ তখন আপনারা সব জানতে পারবেন ৷ তবে একটাই কথা বলতে চাই ৷ আমরা ভারতের ভালোর জন্য লড়ছি ৷ সকালে একে একে হাজির হন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, পুত্র রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে আসেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, আরজেডি সাংসদ মনোজ ঝা ৷ ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার সঙ্গে ছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ৷ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও এসেছেন বৈঠকে যোগ দিতে