উত্তরবঙ্গ সফরের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়াম থেকে নিজেই উত্তরবঙ্গের সফরসূচি জানালেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী এদিন জানান, ২৮ জানুয়ারি প্রথম হাসিমারায় যাবেন তিনি। সেখান থেকে ২৯ জানুয়ারি যাবেন কোচবিহার। এরপর উত্তরকন্যায় রাত কাটিয়ে পরের দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে পাট্টা বিলির অনুষ্ঠান রয়েছে তাঁর। তারপরের দিন অর্থাৎ ৩১ তারিখ রায়গঞ্জ এবং পয়লা ফেব্রুয়ারি বালুরঘাটে পাবলিক ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠান রয়েছে। এরপর সেই কর্মসূচি সেরে মালদা, মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরে যাবেন তিনি। এরপর কলকাতায় ফিরতে পারেন ১ বা ২ ফেব্রুয়ারি।