কলকাতা

রাজভবনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন

বিধানসভা নির্বাচনে ফের সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জয়লাভ করেছে তৃণমূল। ফলাফল ঘোষণার পরই তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দনে ভরিয়েছেন দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা। তৃণমূলের জয়ের খবর মিলতেই সোমবার সন্ধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমন্ত্রণ জানান রাজ্যপাল জগদীপ ধরকড়। রাজ্যপাল সঙ্গে দেখা করতে রাজ ভবনে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে শপথ নেওয়া নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে প্রায় সোয়া একঘণ্টা বৈঠক সারলেন তিনি। জমা দিলেন নিজের পদত্যাগপত্রও। যদিও নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকেই রাজ্যের দায়িত্ব সামলাতে বললেন রাজ্যপাল।  এদিকে এদিন সন্ধেয় রাজ্য থেকে আচরণবিধি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ আজ থেকে আইনশৃঙ্খলার দায়িত্ব ফিরল রাজ্যের হাতে। করোনা পরিস্থিতির কারণে দ্রুত শপথের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সে কথাও রাজ্যপালকে জানানোর কথা তাঁর। তৃতীয় বার বিধানসভা নির্বাচনে জিতে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এবারের শপথে কোনওরকম উদযাপন হবে না। আগামী বুধবার ৫ মে বেলা ১১টা নাগাদ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  অতি মহামারি পরিস্থিতির জেরে কোনও জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান করতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়।

https://twitter.com/jdhankhar1/status/1389231826657366020