ভয়ঙ্কর তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে দেশ৷ শেষ ১২২ বছরেও এরকম উষ্ণতা অনুভূত হয়নি দেশে৷ এরমধ্যেই সমীক্ষায় উঠে আসছে রাজ্যে রাজ্যে বিদ্যুৎ ঘাটতির খবর। ভারত শেষ ছ’বছরেরও মধ্যে সবচেয়ে খারাপ বিদ্যুতের ঘাটতি প্রত্যক্ষ করছে। বিদ্যুতের চাহিদার বেড়ে যাওয়া, কয়লার ঘাটতি ও তাপপ্রবাহ চাপে ফেলেছে দেশকে। দেশজুড়ে কয়লা সঙ্কটের ব্যাপক আঁচ রাজধানী নয়াদিল্লিতেও ৷ অবস্থা এতটাই বেগতিক সতর্কবার্তা জারি করে অরবিন্দ কেজরিওয়ালের সরকার জানিয়েছে, মেট্রো এবং হাসপাতালের মত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে কয়লা সঙ্কটের জেরে ৷ দিল্লি সরকার জানিয়েছে, “দাদরি-২ এবং উঞ্চাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুতের অপর্যাপ্ত জোগানের কারণে গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হতে পারে ৷ দিল্লি মেট্রো এবং দিল্লির সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা বিদ্যুতের জোগান দেওয়া সম্ভব নাও হতে পারে ৷” উল্লেখ্য, এই দুই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৮২৮ মেগা ওয়াট বিদ্যুৎ পেয়ে থাকে দিল্লি ৷ এর মধ্যে দাদরি-2 প্রতিদিন ৭২৮ মেগা ওয়াট বিদ্যুতের জোগান দেয় রাজধানীতে ৷ দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন কেন্দ্রীয় সরকারকে ইতিমধ্যেই খোলা চিঠিতে দ্রুত সমস্যা সমাধান করার আর্জি জানিয়েছেন ৷ রাজধানীর বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লার ব্যবস্থা করে দিতে কেন্দ্রকে অনুরোধ করেছেন জৈন ৷ কেন্দ্র পরিস্থিতি পর্যালোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি ৷ কথায়, “তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোই রাজধানীর বিদ্যুতের পর্যাপ্ত জোগানের উৎস ৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, হাসপাতাল এবং গৃহস্থালীতে নির্বিঘ্নে বিদ্যুৎ সরবরাহ করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোই ৷”