দেশ

৪০টি কয়লা খনির নিলাম করবে কয়লামন্ত্রক

কয়লামন্ত্রকের তরফে ৪০টি কয়লা খনির নিলাম ডাকা হল ৷ একটি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ২১টি খনি কয়লা খনি সংক্রান্ত ২০১৫-র বিশেষ আইনের আওতায় এবং ১৯টি ‘ট্রাঞ্চ থ্রি অফ মাইনস এবং মিনারেলস (ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ১৯৫৭’-এর অধীনে (Tranche three of Mines and Minerals (Development and Regulation) Act 1957) রয়েছে ৷ সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, প্রথম দু’টি কিস্তিতে ২৮টি কয়লা খনির নিলাম সফল হওয়ার পর এই পদক্ষেপ করা হল ৷ বর্তমানে মোট ৮৮টি কয়লা খনি রয়েছে ৷ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ৮৮টি কয়লাখনির মোট ৫ হাজার ৫০০ কোটি টন কয়লা বিক্রি করা যাবে ৷ তার মধ্যে ৫৭টি সম্পূর্ণ খনন করা কয়লাখনি আর ৩১টি আংশিক খনন করা খনি রয়েছে ৷ পাশাপাশি ৪টি কোক কয়লাখনিও রয়েছে ৷