‘ইউজিসি তো আর বাংলার উৎসব সম্পর্কে জানে না। দুর্গাপুজো-কালিপুজো- ভাইফোঁটা উৎসবের মরশুম সামনে’, কলেজের ক্লাস শুরু নিয়ে বললেন শিক্ষামন্ত্রী
আগামী ২ নভেম্বর থেকেই কলেজের ক্লাস শুরু হচ্ছে বাংলায়। ইউজিসির নির্দেশিকাকে মান্যতা দিল রাজ্যের শিক্ষা দপ্তর। তবে স্নাতকোত্তরের ক্লাস শুরু হতে হতে নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বর। এদিন উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ স্তরে প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত চলবে তা। তারপর ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, এমনটাই ইঙ্গিত। পরিস্থিতি বিচার করে আগামী শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। পার্থ বাবু বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ”ইউজিসি তো আর বাংলার উৎসব সম্পর্কে জানে না। দুর্গাপুজো, কালিপুজো, ভাইফোঁটা। উৎসবের মরশুম সামনে। ২রা নভেম্বর থেকে কী করে ক্লাস শুরু হবে! পরিস্থিতি বিচার করে আগামী শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।” শিক্ষামন্ত্রী আরও বলেন, ”ডিসেম্বরের ১-২ তারিখ থেকে অ্যাকাডেমিক সেশন করা যায় কিনা দেখা হবে। তবে স্নাতক স্তরের ক্লাস নভেম্বরে শুরু হলেও সেটা হবে অনলাইনে। অ্যাকাডেমিক সেশন শুরুর আগে স্বাস্থ্যের কথাটাও মাথায় রাখতে হবে। ডিসেম্বরের আগে অ্যাকাডেমিক সেশন শুরু হবে বলে মনে হয় না।
এই পরিস্থিতিতে কলেজে শারীরিক উপস্থিতি সম্ভব নয়।” কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে বলেছেন, প্রথম সিমেস্টার হবে ৮ মার্চ থেকে ২৬ মার্চ। দ্বিতীয় সিমেস্টার হবে ৯ অগাস্ট থেকে ২১ অগাস্ট। ৩০ অগাস্ট পরবর্তী শিক্ষাবর্ষ শুরু। সেক্ষেত্রে ৯-১০ মাসের মধ্যে শেষ করতে হবে শিক্ষাবর্ষের মেয়াদ। ইউজিসির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, পয়লা নভেম্বর থেকে আগামী শিক্ষা বর্ষের ক্লাস চালু করে দিতে হবে। এছাড়া ৩১শে অক্টোবরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়াও শেষ করে ফেলতে হবে বলে গাইডলাইন দেওয়া হয়েছিল।