মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীকে খুনের হুমকির অভিযোগ। কাঠগড়ায় রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগদার বাসিন্দা প্রতারিত অরূপরতন রায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগকারী অরূপরতন জানিয়েছেন, পেশায় ব্যবসায়ী তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। সেই সূত্রেই জয়প্রকাশ মজুমদারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর। তত্কালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অরূপকে জানিয়েছিলেন জয়প্রকাশ। পাশাপাশি বাগদা এলাকায় পেট্রোল পাম্পের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে তাঁকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। বিনিময়ে নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন বিজেপি নেতা। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে অরূপরতন রায় লিখেছেন, চলতি বছরের জানুয়ারি মাসের ১২ তারিখ সল্টলেকে নিজের অফিসে বসেই ওই টাকা নিয়েছিলেন জয়প্রকাশ। বদলে বেশকিছু কাগজে সই করিয়ে নিয়েছিলেন অরূপের। অথচ তার পর থেকে আর লাইসেন্সের ব্যাপারে কোন কথা বলতেন না রাজ্য বিজেপির সহ-সভাপতি। বরং বিষয়টি অন্য কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন তিনি। অভিযোগপত্রে ওই হুমকি দেওয়ার তারিখ উল্লেখ করেছেন অরূপ। চলতি মাসের দু’তারিখে রাজ্য বিজেপির প্রথম সারির এই নেতার থেকে খুনের হুমকি পেয়ে রীতিমতো আতঙ্কিত অরূপ। যদিও সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে বিধাননগর উত্তর থানায় পাল্টা একটি লিখিত অভিযোগ দায়ের করেন জয়প্রকাশ মজুমদার।