জেলা

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস প্রার্থী রেজাউল হকের

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এদিন ভোরে বাইপাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু প্রথম ঘটনা এটি। এর আগে একাধিক প্রার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। এদিন ভোরে বাইপাসের হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যু প্রথম ঘটনা এটি। এর আগে একাধিক প্রার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় নিয়ে আসা হয়। রাত সাড়ে বারোটা নাগাদ তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্িতি করানো হয়। করোনা পজিটিভ রিপোর্ট থাকায় তাঁকে সরাসরি কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যে অবস্থায় তাঁকে কলকাতায় আনা হয়েছিল, চিকিৎসকদের আর করার মতো কিছু ছিল না। ভোরেই মৃত্যু হয় ওই কংগ্রেস নেতার।