২০২১ বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াইয়ের জন্য অনেক আগে থেকেই তৎপর হয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব । এবার এই জোট গঠনে সিলমোহর দিল কংগ্রেস হাইকমান্ড । এর ফলে জোটের প্রস্তুতি আরও ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপিকে এরাজ্যে পরাস্ত করতে আন্তরিকভাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত রয়েছেন তাঁরা । প্রদেশ কংগ্রেস সভাপতি এখন দিল্লিতে রয়েছেন । হাইকমান্ড সম্মতি দেওয়ায় বামফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগিতে কোনও বাধাই আর থাকছে না বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরি। তিনি বলেন,” নতুন বছরের সূচনাতেই আসন বণ্টনের বিষয়টি নিয়ে বামফ্রন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। এবার আর কোনও বাধা রইল না।” বিমান বসু জানিয়েছেন, ১৬ টি বাম দলের তরফে বৈঠক করে অবিলম্বে তাঁরাও আসন বণ্টনের বিষয়টি সেরে ফেলতে চান।