জেলা

তৃণমূল সাংসদ মহুয়ার পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র পাশে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। টাকা নিয়ে প্রশ্ন ইস্যুতে এখন প্রবল চাপে তৃণমূলের সাংসদ। ঠিক তখনই লোকসভার স্পিকার ওম বিড়লাকে এথিক্স কমিটির রিপোর্টের বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে বললেন অধীর চৌধুরী। চার পাতার একটি চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। সেখানে তিনি লিখেছেন এথিক্স কমিটির সমস্ত তথ্যগুলি আরও খতিয়ে দেখা হোক। কমিটির সুপারিশে বেশ কয়েকটি নিয়মের কথা উল্লেখ করে আপত্তি জানিয়েছেন বহরমপুরের সাংসদ। অধীরের বক্তব্য, মহুয়া মৈত্র কোনও ভুল কাজ করেছেন বলে তিনি মনে করেন না। সাংসদ তো প্রশ্ন করবেন। সেটাই তাঁর কাজ। কিন্তু প্রশ্ন যদি অপছন্দের হয় তবে তাঁর মুখ বন্ধ করে দেওয়া গণতন্ত্রের রীতি নয়। অথিক্স কমিটির কাজ গোপনীয়তা বজায় রাখা। কিন্তু রিপোর্ট আগেই প্রকাশ্যে চলে এসেছে। একজন সাংসদের কাছ থেকে তাঁর পদ কেড়ে নেওয়া অত্যন্ত বড় শাস্তি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে যেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হয়।