দেশ

রাজস্থানে পৌরনির্বাচনে কংগ্রেস পেল ৬২০টি আসন, বিজেপি পেয়েছে ৫৪৮টি

রাজস্থানে পৌরসভা নির্বাচনে ভালো ফলাফল কংগ্রেসের ৷ রবিবার ৫০টি পৌরসভার ১৭৭৫টি ওয়ার্ডের ফল প্রকাশ করে রাজ্য নির্বাচন কমিশন ৷ এর মধ্যে ৬২০টি ওয়ার্ডে জয়লাভ করেছে সে রাজ্যের শাসকদল কংগ্রেস ৷ বিজেপি পেয়েছে ৫৪৮টি আসন ৷ বাকি 595টি আসনে জয়লাভ করেছেন নির্দল প্রার্থীরা ৷ রাজ্য নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, রাজস্থানের ১২টি জেলায় পৌর নির্বাচন হয়েছে ৷ মোট ১৭৭৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস, বিজেপি, নির্দল ছাড়াও সাতটি আসনে জয়লাভ করেছে বহুজন সমাজবাদী পার্টি, দুইটি করে মোট চারটি আসন পেয়েছে সিপিএম ও সিপিআই(এম) ৷ একটি আসনে জয়লাভ করেছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) ৷ এই ৫০টি পৌরসভায় ২৬২২টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছিল। মোট ১৪.৩২ লাখ ভোটার ছিলেন। ভোটপ্রার্থী ছিলেন ৭২৪৯ জন । আজ ওই পৌরসভাগুলিতে চেয়ারম্যান নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে । চেয়ারম্যান পদের জন্য ভোটগ্রহণ হবে ২০ ডিসেম্বর ৷ ২১ ডিসেম্বর ভাইস চেয়ারম্যান পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।