হাতির হানায় প্রাণ গেল রাজ্য পুলিশের কন্সটেবলের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি গ্রামে। মৃত কনস্টেবলের নাম সিন্টু টিগ্গা (৪৫) ৷ তিনি দার্জিলিং জেলায় কর্মরত ছিলেন। তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। মৃত পুলিশকর্মীর দাদা পিন্টু টিগ্গা বলেন, “শনিবার বিকেলে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিল সিন্টু। রাতের খাওয়া শেষ করে আমরা সকলে ঘুমোতে যাই। রবিবার ভোরে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। সিন্টুর ঘরের পাশে থাকা নারকেল গাছও উপড়ে ফেলে হাতি। তাতে আতঙ্কিত হয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। তখন আরও এক প্রতিবেশীর বাড়িতে ওই বুনো হাতিটি হামলা চালালে আমরা দুই ভাই মিলে চিৎকার করি। সঙ্গে টর্চের জোরালো আলো ফেলি ওই হাতিটির গায়ে।”