দেশ

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ৫

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ ৷ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া আমান, কৃপাল, মহম্মদ সাহিল ও সত্যরাজ-সহ চার জনের দেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ হেন্নুর থানা এলাকায় বাবুসাপল্যায় মঙ্গলবার একটি 6 তলা নির্মিয়মান বাড়ি ধসে পড়ে ৷ বহু শ্রমিক সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ, এসডিআরএফ) এবং রাজ্য পুলিশ ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁদের উদ্ধারের জন্য দ্রুত অভিযান চালিয়ে যাচ্ছে এদিনও। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ওই ব্যক্তিকে গ্রিলের নীচে আটকে থাকতে দেখা গিয়েছিল ৷ এরপরই গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে তাঁকে বের করে আনেন উদ্ধারকর্মীরা। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও খবর। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, মন্ত্রী সন্তোষ লাড এবং বিবিএমপি কমিশনার তুষার গিরিনাথকে সঙ্গে নিয়ে মঙ্গলবার গভীর রাতে ধসে পড়া বহুতলের ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ উদ্ধার কাজও পর্যবেক্ষণ করেন তিনি। উদ্ধার কাজ কীভাবে চলছে এবং চাপা পড়া শ্রমিকদের অবস্থা কী, তা নিয়েও আলোচনা করেন তাঁরা। পরে ডিকে শিবকুমার শহরে যথেচ্ছ অবৈধ নির্মাণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ফিটনেস সার্টিফিকেট এবং অনুমোদিত নকশা-সহ কর্পোরেশনের যথাযথ অনুমতি ছাড়া শহরে যারা বিল্ডিং নির্মাণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব শহরজুড়ে এই বিষয়ে তল্লাশি চালানো হবে ৷” বুধবারও অবশ্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ৷ কারণ হিসাবে উদ্ধারকর্মীদের দাবি, ধ্বংসাবশেষে আটকে পড়া অনেককেই খুঁজে বের করা এখনও সম্ভব হয়নি ৷