কলকাতা

অশনি সতর্কতায় লালবাজারে খুলল কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় অশনি সতর্কতায় লালবাজারে খোলা হল কন্ট্রোল রুম। সেখানে থাকছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন সিইএসসি সহ একাধিক সংস্থার প্রতিনিধি। কন্ট্রোল রুমের নাম্বারটি হল- ০৩৩২২১৪১৮৯০। এক্সটেনশন নাম্বার- ৫০৩৩, ৫০৪৪, ৫১৪৬। কলকাতা শহরে ঝড়বৃষ্টির ফলে কেউ কোনও সমস্যায় বা বিপদে পড়লে, যোগাযোগ করতে পারবেন এই কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুমের নির্দিষ্ট নাম্বারে ফোন করে সাহায্য চাইতে পারবেন। অন্যদিকে, ঝড়ের জন্য আগাম সতর্কতা নেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরেও। এই বন্দরের অধীন কলকাতা, খিদিরপুর, হলদিয়া সর্বত্রই ইতিমধ্যেই ক্রেন নামিয়ে নেওয়া হয়েছে। অয়েল জেটিতে কোনও জাহাজ আপাতত বৃহস্পতিবার পর্যন্ত আসা-যাওয়া করতে দেওয়া হবে না। ঘূর্ণিঝড়ের জন্য বন্দরের সব জাহাজকে সরিয়ে দেওয়া হয়েছে স্যান্ডহেড থেকে। এছাড়াও থাকছে স্যাটেলাইট মনিটরিং কন্ট্রোল রুম। গাছ কাটার বিশেষ ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।