পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে গ্যাস সিলিন্ডারের দামও। যার ফলে সংসার চালাতে বিপাকে পড়ছে মধ্যবিত্তরা। গত তিনমাসে দাম বাড়ল ২২৫ টাকা মার্চের প্রথম দিন থেকেই গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। অল্প সময়ের ব্যবদানে প্রায় ৪ বার বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। প্রতিনিয়ত গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার ফলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। সাধারণ মানুষের একটাই দাবি কেন্দ্রীয় সরকার দাম কমানোয় উদ্যোগ নিক। কেন্দ্র ভর্তুকির টাকা আদৌ বাড়িয়েছে কিনা স্পষ্ট করে কিছু বলছে না। ইতিমধ্যেই দেশে রান্নার গ্যাসের দাম যেমন মাসে ৪ বার বৃদ্ধি পেয়েছে তেমনি জ্বালানি তেলের দাম দেশে সেঞ্চুরির ঘরে পৌঁছে সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ১৬৮১ টাকা ৫০ পয়সা। যার ফলে হোটেল-রেস্তোরাতেও খাবারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।