কলকাতা

করোনার উপসর্গ থাকলেই ভর্তি হওয়া যাবে হাসপাতালে, নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, সামান্যতম কোভিডের উপসর্গ থাকলেও রোগীকে ভর্তি নিতে হবে হাসপাতালকে। রেফার করা যাবে না। পরিস্থিতি আশঙ্কাজনক বলে তো কোন অবস্থাতেই রেফার করা যাবে না। এ রাজ্যে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক টেস্ট। তবে তা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। টেস্টের রিপোর্ট পেতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লেগে যাচ্ছে। অনেকক্ষেত্রেই টেস্ট করার পরে স্বাভাবিক জীবন-যাপন করছেন রোগী। পরে রিপোর্ট পজেটিভ হলে দেখা যাচ্ছে অনেকের সংস্পর্শেই গিয়েছিলেন তিনি। ওই রোগীর থেকে অনেকে আক্রান্ত হচ্ছেন। কখনও আবার রিপোর্ট আসার আগেই রোগী অসুস্থ হয়ে পড়ছেন, অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু রিপোর্ট না থাকায় হাসপাতালে চিকিত্‍সা পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল রোগীকে। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা নজরে আসে স্বাস্থ্য দফতরের। এরপরেই নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশ অনুযায়ী, কোনও রোগী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে দ্রুত তাঁকে হাসপাতালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস বা সারি ওয়ার্ডে ভর্তি নিতে হবে। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে দ্রুত চিকিত্‍সা শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। নয়া নির্দেশ অনুযায়ী, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েই, দ্রুত চিকিত্‍সা শুরু করতে হবে।র‍্যাপিড অ্যান্টিজেনের রিপোর্ট নেগেটিভ আসার পরেও যদি চিকিত্‍সকের কোনও সন্দেহ থাকে তবে আরটি-পিসিআর পরীক্ষা করা যেতে পারে বলে নির্দেশে জানানো হয়েছে।