বিদেশ

৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ভারতে তৈরী হয়েছে ভয়াবহ পরিস্থতি। এরই মধ্যে ৪৪ টি দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্যসংস্থার তরফে জানানো হয়েছে ‘বি ১.৬১৭‘ ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস, যা ভারতে প্রথমবার অক্টোবর মাসে খোঁজ মেলে। এরমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি ক্ষেত্রজুড়ে ৪৪ টি দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও অবধি মোট ৪৫০০টি নমুনা পাওয়া গিয়েছে এই ভারতীয় ভ্যারিয়েন্টের। এছাড়াও হু-র সাপ্তাহিক মহামারী আপডেটেও জানানো হয়েছে, ৪৪টি দেশ বাদে আরও ৫টি দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ৬টি অঞ্চলের অন্তর্গত মোট ৪৪টি দেশের থেকে ‘বি.১.৬১৭‘ স্ট্রেনের খোঁজ মিলেছে। এছাড়া আরও ৫টি দেশ থেকে ভারতীয় স্ট্রেন সনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে। গত বছর ভারতে প্রথম খোঁজ মিলেছিল এই বিশেষ ভেরিয়েন্টের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টকে ‘বিশ্বের দুশ্চিন্তার কারণ’ হিসেবে ইতিমধ্যেই উল্লেখ করেছে।  হু-এর কোভিড-১৯ সংক্রান্ত গবেষণার কারিগরী প্রধান মারিয়া ফন কারখোভ বলেন, আমাদের মহামারী (গবেষণা) দল ও গবেষণাগারে কর্মরত বিশেষজ্ঞরা এই বিশেষ ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য যা দিয়েছে, তা থেকে ইঙ্গিত মিলেছে যে, এটি অধিক মাত্রায়  সংক্রমক।