পুনঃসংক্রমণ নিয়ে বিস্তর গবেষণা চলছে, সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–কে দেওয়া সাক্ষাৎকারে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। বলছেন, ‘শুধু ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই পুনঃসংক্রমণের হদিশ মিলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অতটাও উদ্বেগের নয়। যত দিন যাচ্ছে, করোনার নানা দিক উঠে আসছে। ভাইরাসের নানা চরিত্র বেরিয়ে আসছে। সমস্তকিছু নিয়েই চলছে পরীক্ষা–গবেষণা। আইসিএমআর–এর সঙ্গে যৌথভাবে বিশেষজ্ঞদের একটি প্যানেল পুনঃসংক্রমণের বিষয়টি খতিয়ে দেখছে। হিসেব করলেই দেখা যাচ্ছে, পুনঃসংক্রমণের খুবই অল্প সংখ্যক কেস ধরা পড়েছে।’