আগামী বছরের শুরুতেই দেশে করোন ভ্যাকসিন পাওয়া যাবে। আজ রাজ্যসভায় একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ৫০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে, ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। রাজ্যসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “অন্যান্য দেশের মতো ভারতও চেষ্টা চালাচ্ছে। তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট বিভিন্ন পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিশেষজ্ঞ দল এটি পর্যবেক্ষণ করছে এবং এর জন্য রয়েছে উন্নত পরিকল্পনা। আমরা আশাবাদী যে আগামী বছরের শুরুতে ভারতে একটি ভ্যাকসিন পাওয়া যাবে।”