কর ব্যবস্থার সরলীকরণের আভাস দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা কর কাঠামোয় কোনও বদল আসছে না৷ শুধুমাত্র করদাতাদের সঙ্গে আয়কর দফতরের সম্পর্ক সরল করার চেষ্টা করা হয়েছে৷ আয়কর কাঠামোর কোনও পরিবর্তন না করার কথা ঘোষণা করে অর্থমন্ত্রীর দাওয়াই, ভ্রম সংশোধন করে করদাতারা দু’বছরের মধ্যে রিটার্ন ফাইল করতে পারবে৷ এবার যেমন আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হল না, তেমনই বিশেষভাবে সক্ষমদের জন্য কর ছাড়ের কথা বলা হল৷ দু’বছরের মধ্যে আপডেটেট রিটার্ন ফাইলের কথা বলে বাজারে পড়ে থাকা অর্থ সংগ্রহের চেষ্টা দেখা গেল৷ কর্পোরেট ট্যাক্স ১৮.৫ থেকে কমে ১৫ শতাংশ করা হল৷ ১২ শতাংশ থেকে কমে সারচার্জ দাঁড়ালো ৭ শতাংশে৷ কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির সারচার্জ কমানো হল৷ রিটার্ন ফাইলের সুবিধা দেওয়া হল৷ এভাবেই করদাতাদের উৎসাহ দিয়ে বাজারে পড়ে থাকা অর্থ সংগ্রহের চেষ্টা করলেন নির্মলা৷