কলকাতা

অভিষেকের গুলি মন্তব্যে সুকান্তের আবেদন খারিজ করে দিলেন আদালত

আদালতে আবারও বড়সড় ধাক্কা খেল বিজেপি। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাটি করেছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই। তবে সেই মামলা খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। গত সেপ্টেম্বরে বিজেপি নিয়েছিল ‘নবান্ন অভিযান’ কর্মসূচি। সেদিন কার্যত তাণ্ডব চলেছিল কলকাতায়। ইট- বোতল ছোঁড়া থেকে পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ বা লাঠি-বাঁশ দিয়ে মারা, ভাঙচুর করা- বাদ যায়নি কিছুই। বিজেপি কর্মীদের তাণ্ডবে জখম হয়েছিলেন কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়। এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁকে দেখতে গিয়েছিলেন অভিষেক। এরপরে ডায়মন্ড হারবারের সাংসদ বলেছিলেন, পুলিশ সহনশীলতার পরিচয় দিয়েছে। দেবজিৎ বাবুর সংবেদনশীলতাকে স্যালুট। বলেছিলেন, ‘পুলিশের জায়গায় আমি থাকলে মাথায় গুলি করতাম’। এই বক্তব্যের বিরোধিতা করে সরব হয়েছিলেন সুকান্ত। মামলা দায়ের করেছিলেন ব্যাঙ্কশাল আদালতে। অভিযোগ তুলেছিলেন, পুলিশকে হিংসায় উস্কানি দিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাই বুধবার খারিজ করে দিয়েছে আদালত। উল্লেখ্য, জোড়াসাঁকো থানার তদন্ত রিপোর্ট খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারক।