ভগবানের আশীর্বাদেই করোনা হয়েছে। সংক্রমণ না হলে করোনা কেমন বুঝতাম কি করে! হাসপাতাল থেকে ফিরে একের পর এক বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতালে চারদিন কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেই টান মেরে মাস্ক খুলে ফেলেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছেন কিনা সে নিয়েও সংশয় দানা বেঁধেছে নানা মহলে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেও করোনা রুখতে ব্যর্থ ট্রাম্প। সে নিয়ে আমেরিকাবাসীদের সমালোচনার মুখে পড়েছেন। তার মধ্যে নিজেও কোভিড আক্রান্ত হয়েছেন। এ সব কিছুই প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে মনে করেই সাত তাড়াতাড়ি হাসপাতাল থেকে ফিরে নিজেকে সুস্থ প্রমাণ করার চেষ্টা করছেন ট্রাম্প। যেন কিছুই হয়নি, এমন বেপরোয়া মনোভাব তাঁর। করোনার মতো অতিমহামারীর প্রকোপকেও খাটো করে দেখানোর চেষ্টা করছেন। ট্রাম্পের দাবি, ভগবানের অশেষ কৃপা যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রামিত হয়েই নাকি বুঝেছেন কীভাবে এ রোগকে দূর করা যাবে। কোন চিকিৎসায় তাড়াতাড়ি সেরে উঠবেন মানুষজন। “আমি যে চিকিৎসায় তাড়াতাড়ি সেরে উঠলাম, তাই আমজনতাকে বিনামূল্যে দেব। রিজেনারেশন ফার্মাসিউটিক্যালে ওষুধে সেরে গেছি আমি। বুঝেছি এই ওষুধ কতটা কার্যকরী। আমেরিকাবাসীর জন্য এবার সব সুবিধা নিয়ে আসব,” হোয়াইট হাউস থেকে ভিডিও বার্তায় বলেছেন ট্রাম্প।