কোভিড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নতুন মাইলস্টোন তৈরি করল ভারত। সম্প্রতি ভারতে টিকা নেওয়া মানুষের সংখ্যা পেরিয়েছে ১০০ কোটি। সেই উপলক্ষে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা বলেন, আগামী দু’মাসে ভারত আরও কয়েকটি মাইলফলক অতিক্রম করবে। সেই সঙ্গে কোভিশিল্ড টিকা নির্মাতা সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা জানান, কোভিডের একটি বুস্টার ডোজ আসতে পারে আগামী বছরের শুরুতেই। তিনি বলেন, ‘বুস্টার শট যথেষ্ট সংখ্যায় পাওয়া যাবে। যাঁদের প্রয়োজন, তাঁরা অবশ্যই তৃতীয় ডোজ নিতে পারবেন।’ পরে পুনাওয়ালা বলেন, ‘নীতিগত ও মানবিক কারণে আমরা চাই, সারা বিশ্বের মানুষকে ভ্যাকসিন দিতে। বিশেষত আফ্রিকায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ওপরে বেশি জোর দিতে হবে।’ এখনও পর্যন্ত আফ্রিকা মহাদেশের মাত্র তিন শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। অন্য একটি প্রসঙ্গে পুনাওয়ালা বলেন, ‘ভ্যাকসিনের উত্পাদন এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে বলা যায়, ভারতে এখন যাঁরা একটি ডোজ নিয়েছেন, তাঁরা এবছরের মধ্যেই দ্বিতীয় ডোজটিও পেয়ে যাবেন।’