দেশ

পুজোর আগে আসছে না করোনার থার্ড ওয়েভ, তৃতীয় ঢেউ আসতে ৬-৮ মাস বাকি, জানাল আইসিএমআর

পুজোর আগে আছড়ে পড়বে না করোনার তৃতীয় ঢেউ, এমনটাই জানাল আইসিএমআর। আইসিএমআর-এর কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডা:‌ এনকে অরোরার কথায়, ‘‌করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে নতুন বছরে। এখনও করোনার তৃতীয় ঢেউ আসতে ৬-‌৮ মাস বাকি। আইসিএমআর বিভিন্ন পরীক্ষা করে এই তথ্যই পেয়েছে। তাই এখন সময় নষ্ট না করে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার কাজ করতে হবে। ১২ থেকে ১৮ বছর বয়সীদেরকে করোনার টিকা দ্রুত দিতে হবে। আইসিএমআর-‌এর গবেষণায় উঠে আসছে যে তথ্য তাতে দেখা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২২ এ জানুয়ারি থেকে মার্চের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়বে। আর তৃতীয় ডেউ আছড়ে পড়ার আগেই দেশের সমস্ত শিশুদের এবং প্রাপ্ত পবয়স্কদের দ্রুত দিতে হবে কোভিড ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে কোনও গড়িমসি করা চলবে না।’‌
এর পাশাপাশি তিনি আরও জানান, ‘‌আমাদের দেশে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল প্রায় শেষ। এই টিকা প্রয়োগ করে দেখা হচ্ছে। সমস্ত বিষয় ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরু থেকেই এই টিকা মানুষের শরীরে প্রয়োগ করার কাজ অফিসিয়ালি শুরু হয়ে যাবে। তার ফলে আরও বেশি সংখ্যক মানুষকে দ্রুত টিকা দেওয়া যাবে। এই টিকার একটি বড় অংশ দেশের শিশুদের জন্য ব্যবহার করা হবে।’‌