দেশ

কোভিশিল্ডের ব্যবধান বাড়ানো বিজ্ঞানসম্মত, সাফাই কেন্দ্রের

৬ থেকে ৮ সপ্তাহ থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ৷ মঙ্গলবার জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি অন ইমিউনাইজেশন-এর প্রধান এনকে অরোরা ৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক টুইট করে জানায়, এনটিএজিআই প্রধান এনকে অরোরা জানিয়েছেন, বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ও স্বচ্ছ পদ্ধতিতে কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ-নিয়ে এনটিএজিআই সদস্যদের মধ্যে কোনও মত বিরোধ নেই । তবে গতকালই রয়টার্সে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, কেন্দ্রের পরামর্শদাতা সংস্থার তিন সদস্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভারত সরকার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দু’টি ডোজের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেছে তাঁদের সঙ্গে কোনও চুক্তি ছাড়াই ৷ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ-এর প্রাক্তন ডিরেক্টর এমডি গুপ্ত জানিয়েছেন, এনটিএজিআই কোভিশিল্ডের ডোজের ব্যবধান 8-12 সপ্তাহে বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই পরামর্শ দিয়েছে ৷ তবে তাঁরা এমন কোনও পরামর্শ কেন্দ্রকে দেননি ৷ গুপ্ত জানান, তাঁরা আট থেকে বারো সপ্তাহ অবধি ভ্যাকসিনের ব্যবধান সমর্থন করেছিলেন ৷ তবে তার বেশি অর্থাৎ বারো থেকে ষোলো সপ্তাহের ব্যবধানের সিদ্ধান্ত কেন্দ্র নিজেই নিয়েছে ৷