কলকাতা

জাগো বাংলায় লেখার শাস্তি, ৩ মাসের জন্য অনিল কন্যা অজন্তাকে সাসপেন্ড করল সিপিএম

তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখার জন্য শাস্তিস্বরূপ সাসপেন্ড হলেন অজন্তা বিশ্বাস। প্রয়াত সিপিএম-এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যাকে তিন মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম। অজন্তা যে এরিয়া কমিটির সদস্য সেখান থেকেই তাঁকে সাসপেন্ড করার প্রস্তাব পাঠানো হয় জেলা কমিটিতে। সেই প্রস্তাবই বহাল রাখল জেলা কমিটি। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় লেখার জন্য আগেই অজন্তাকে শো-কজ করেছিল দল। তবে শো-কজের উত্তরও দিয়েছিলেন অনিল কন্যা। জবাবে তিনি জানিয়েছিলেন, ‘আমি যা লিখেছি, সেটা আমার গবেষণার বিষয়। তৃণমূলের মুখপত্র থেকে লেখা চাওয়া হয়েছিল বলেই দিয়েছি। দলকে বিড়ম্বনায় ফেলার কোনও উদ্দেশ্য না আমার ছিল না। তবে এর জন্য ক্ষমাপ্রার্থী।’ কিন্তু জবাব সন্তোষজনক না-হওয়ায় অজন্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত করার প্রায় নিয়েই ফেলেছিল সিপিএম। শনিবার অনিল কন্যাকে তিন মাসের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দল। ‘জাগো বাংলা’র উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে মমতাকে বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী হিসেবে অভিহিত করেন অজন্তা। পার্টির সদস্য হয়েও বিরোধী মুখপত্রে তাঁর লেখাকে মেন নিতে পারেনি সিপিএম নেতৃত্ব। কিন্তু অজন্তা সাফ জানিয়েছিলেন, ‘দলমত নির্বিশেষে বঙ্গ রাজনীতিতে সকল মহিলাদের কথা তুলে ধরাই আমার প্রয়াস।’