জেলা

মহিলার অশ্লীল ছবি তোলা ও শ্লীলতাহানির অভিযোগ, ধৃত সিপিএম নেতার ছেলে

মহিলাদের ছবি তোলা, শ্লীলতাহানির অভিযোগে সিপিএমের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রানা ইন্দ্র। তিনি কোন্নগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছোট ছেলে। কোন্নগর সুপার মার্কেট এলাকায় রানার একটি দোকান আছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক মহিলা ওই যুবকের বিরুদ্ধে অশ্লীলভাবে ছবি তোলা এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। বৃহস্পতিবার রাতে ওই অভিযোগে পুলিস রানাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। ওই যুবক অবশ্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন। তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় বামেদের সমালোচনায় সরব হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এক যুবতী তাঁর দিদির সঙ্গে সুপার মার্কেটে এসেছিলেন। অভিযোগ, সেই সময় লুকিয়ে নানা আঙ্গিকে তাঁর ছবি তুলেছিলেন রানা। বিষয়টি প্রথমে দিদির নজরে আসে। যুবতী প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় জবাব দেন রানা। পাশাপাশি তাঁর শ্লীলতাহানিও করেন। দু’পক্ষের বচসাকে ঘিরে এলাকায় ভিড় জমে যায়। পরে পুলিস এসে রানাকে আটক করে নিয়ে যায়। ওই যুবতী বলেন, ‘আমি যখন ওই ব্যক্তিকে ছবি তোলা নিয়ে প্রশ্ন করি, তখন তিনি বলেন, অশ্লীল ছবি তুলতে তাঁর ভালো লাগে। আমি ভাবতেও পারিনি এমন উত্তর পাব। আমি থানায় অভিযোগ করেছি। এ নিয়ে পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন দাস বলেন, ভাবতে অবাক লাগে, এই যুবকরাই রাত দখলের আন্দোলন করেছিলেন।