কলকাতা

শেষ হল কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন, এবার ছাড়পত্রের অপেক্ষায় শিয়ালদা মেট্রো

অবশেষে পরিষেবা শুরু হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল শিয়ালদা মেট্রো স্টেশন ৷ বৃহস্পতিবার সেখানে শেষ হল কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ৷ এবার অপেক্ষা চূড়ান্ত ছাড়পত্রের ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো বিধাননগরের সেক্টর ফাইভ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলার কথা ৷ এখন চলে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ৷ সেই পরিষেবা এবার শিয়ালদা পর্যন্ত শুরু হওয়ার অপেক্ষায় ৷ তার আগে বুধবার থেকে শুরু হয় কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন ৷ এদিন ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত অন্য আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান ৷ তাঁরা টানেলের ভেন্টিলেশন সিস্টেম, সমস্ত এএফসি,

পিসি গেট, অগ্নি নির্বাপণ ব্যবস্থা-সহ যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকগুলি খতিয়ে দেখেন । ফুলবাগান থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত চলে ট্রলি ইনস্পেকশনও অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় । আজ, স্পিড ট্রায়াল করে দেখেন ওই আধিকারিকরা । এছাড়াও দেখা হয় অপারেশন কন্ট্রোল সেন্টার, এস্কেলেটর, লিফট ও চাইনিজ বোর্ড-সহ আরও অনেক কিছু । ফুলবাগান ও শিয়ালদা মধ্যে ট্রলি ইনস্পেকশনের সময় ক্রস ওভার পরিদর্শন করা হয় । খুঁটিয়ে দেখা হয় প্রবেশ ও বাহিরের পথ ৷ এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত আরও অনেক কিছু খতিয়ে দেখেন তাঁরা ৷ কথা বলেন, বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়র ও কর্মীদের সঙ্গে ৷ দেখে নিন ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন ভাড়া তালিকা –