কলকাতা

ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়, আসন বৃদ্ধির দাবিতে ছাত্র বিক্ষোভে

ফের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। উপাচার্যের গাড়ি ঘেরাও। পুলিশ বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। স্নাতকোত্তরে অনলাইনে পরীক্ষা হয়েছে। তার ফলে অনেকেই বেশি নম্বর পেয়েছেন বলেই দাবি পড়ুয়ারা। স্নাতকোত্তরে আসন সংখ্যা কম হওয়ায় ভরতির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাঁদের। তাই আসন বৃদ্ধির দাবিতে সরব পড়ুয়ারা। উপাচার্যের সঙ্গে এ বিষয়ে কথাও বলার চেষ্টা করেন পড়ুয়ারা। তবে উপাচার্য পড়ুয়াদের কথাবার্তায় কান দেননি বলেই অভিযোগ। সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। সেই সময় গাড়িও ঘেরাও করেন পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকতে দেন উপাচার্য।