দেশ

ধেয়ে আসছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘অশনি’, জারি সতর্কতা

ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। অশনি নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কার তরফে এবার এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে। অশনি অর্থ বজ্র। আগামী ২১ মার্চ বঙ্গপোসাগরে আছড়ে পড়তে পারে মরশুমের প্রথম ঘূর্ণিঝড়। ২১ মার্চ ৯০ কিলোমিটার বেগে আন্দামান নিকোবরে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আন্দামানে আছড়ে পড়ার পর ২৩ মার্চ এই ঝড় গতিপথ বদল করে বাংলাদেশ এবং মায়ানমারে পাড়ি দেবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দফতরের তরফে। অশনিই এই বছরের প্রথম ঘূর্ণিঝড় বলে জানা যাচ্ছে। এই সময়ে মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, সে বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা। আন্দামানে ৯০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার পর ভূভাগে এসে তার গতিবেগ ৭০-৮০ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা। সবকিছু মিলিয়ে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা ছড়াচ্ছে উপকূলবর্তী এলাকায়।