ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রামে সকাল থেকেই বৃষ্টিপাত হচ্ছে, সমুদ্র উত্তাল রয়েছে। কক্সবাজার জেলা মঙ্গলবার বিকাল থেকেই বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। মধ্যরাতে ১টা ১৫ মিনিট নাগাদ বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হামুন । চট্টগ্রামের কাছে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ের। ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতিবেগে দক্ষিণ চট্টগ্রামে স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় হামুন। স্থলভাগে প্রবেশ করতেই শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। ঝোড়ো হাওয়া ও ঝড়বৃষ্টির জেরে একাধিক জায়গায় গাছপালা ও বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। দেওয়াল ও গাছ চাপা পড়ে কক্সবাজারে কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে আজ বাংলাদেশে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, এর প্রভাব বাংলায় পড়বে না। আজ দিনভর আকাশ রোদ ঝলমলে থাকবে।