জেলা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, রিমলের গতি বেড়ে ১৩৫! জারি লাল সতর্কতা

ঘূর্ণিঝড় রিমলের গতি কত হতে পারে ল্যান্ডফলের সময়, তা নিয়ে নানা জল্পনা আছে৷ তবে আবহাওয়া দফতর মারফত যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। সাধারণত সাগরে ঝড়ের যে গতি থাকে, ল্যান্ডফলের পর সেই গতি ধীরে ধীরে কমতে থাকে৷ তবে প্রাথমিক আঘাত হয় তীব্র৷ ঘূর্ণিঝড় রিমলের ক্ষেত্রেও তা হবে৷ প্রাথমিক ভাবে দক্ষিণবঙ্গের উপকূলে এক গতি থাকবে তীব্র৷  ইতিমধ্যেই সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। এটি ক্রমেই আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকেলেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর ২৬ মে গভীর রাতে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ভূভাগে প্রবেশ করবে।  এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। এর সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ উল্লেখ্য, এর আগের দু’টি বিধ্বংসী ঘূর্ণিঝড় আয়লা ও আমফানের ক্ষেত্রে গতি ছিল ১১০-এর মতো৷ আরও শক্তিশালী হচ্ছে এ বারের ঘূর্ণিঝড়টি৷ এদিকে এই ঘূর্ণিঝড়ের জেরে আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।