জেলা

 ঘূর্ণিঝড় রিমলের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

ঘূর্ণিঝড় রিমলের জেরে রবিবার রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলা জুড়ে৷ প্রবল ঝড় এবং বৃষ্টির জেরে সোমবার সকালেও দুর্ভোগ অব্যাহত৷ বিভিন্ন জায়গায় রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়ে এবং বিদ্যুৎবাহী তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় পুরোপুরি বন্ধ রয়েছে ট্রেন চলাচল৷ ট্রেন বন্ধ রয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও৷ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইনের উপর থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে এবং প্রয়োজনীয় মেরামতি কাজের পর শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা চালু করতে সকাল ৯টা বেজে যাবে৷ তবে রেল পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে৷ ট্রেন পুরোপুরি বন্ধ থাকায় চরম হয়রানির মুখে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী৷ তবে শিয়ালদহ মেন শাখায় বনগাঁ, রানাঘাট, গেঁদে, ডানকুনি লাইনে চালু রয়েছে রেল পরিষেবা৷ যদিও অন্য দিনের তুলনায় দেরিতে চলছে অনেক ট্রেন৷ রবিবার রাত থেকেই বাড়তে থাকে ঘূর্ণিঝড় রিমলের দাপট৷ এর জেরে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণার বহু জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷ কলকাতাতেও গড়িয়াহাট, পার্ক সার্কাস, শরৎ বোস রোড সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে৷