জেলা

ঘূর্ণিঝড় যশের তাণ্ডব এড়াতে হাওড়া থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷ বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উপকূলের এলাকাগুলিতে ৷ যে কোনওরকম প্রতিকূল পরিস্থিতির জন্য তৈরি রাখা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ৷ সজাগ ভারতীয় রেলও ৷ ইস্ট কোস্ট রেলওয়ের তরফে একাধিক ট্রেন ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে ৷ ঘূর্ণঝড়ের সময় হাওড়া-চেন্নাই মেন লাইন দিয়ে চলাচল করা বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে রয়েছে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী-হাওড়া স্পেশাল ট্রেন ৷ এছাড়া দক্ষিণ পশ্চিম রেলেও একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 02245 হাওড়া-যশোবন্তপুর (25 মে ও 26 মে বাতিল), 02246 যশোবন্তপুর-হাওড়া (24 মে ও 25 মে বাতিল), 02873 হাওড়া-যশোবন্তপুর (24 মে, 25 মে ও 26 মে বাতিল), 02874 যশোবন্তপুর-হাওড়া (24 মে, 25 মে ও 26 মে বাতিল)। এছাড়া ভুবনেশ্বর-মুম্বাই কোনার্ক স্পেশাল, পুরী-নিউদিল্লি পুরুষোত্তম স্পেশাল, ভুবনেশ্বর-নিউদিল্লি রাজধানী স্পেশাল, ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশাখা স্পেশাল, পুরী-ঋষিকেশ কলিঙ্গ উৎকল স্পেশাল এবং পুরী থেকে আমেদাবাদ, সুরাত, আজমেরগামী ট্রেনও বাতিল করা হয়েছে সাময়িকভাবে ৷