জেলা দেশ

সকাল ৯টা ১৫মিনিট নাগাদ প্রবল গতিবেগে ওড়িশায় আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় যশ

ওড়িশার বালাসোরের দক্ষিণে ধামড়ায় আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় যশ। ল্যান্ডফলের সময় যশের সর্বোচ্চ গতিবেগ ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার। যশের এই গতিবেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে খবর। সকাল সাড়ে ৯টার মধ্যেই মারাত্মক ঘূর্ণিঝড় ওড়িশার বন্দর শহর ধামড়ায় আছড়ে পড়ে। ল্যান্ডফলের পরপরই ধামড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিধ্বংসী এই ঘূর্ণিঝড় দুই থেকে আড়াই ঘণ্টা স্থায়ি হতে পারে বলে খবর। ধামড়ায় য়াস আছড়ে পড়ার পরপরই দিঘার সমুদ্র উপকুলে প্রবল জলোচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে। ওল্ড এবং নিউ দিঘায় প্রবল জলচ্ছ্বাসের জেরে স্থানীয় এলাকা জলমগ্ন হয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যেই দিঘায় ৩ থেকে ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে শুরু করেছে।সমুদ্রের জল ঢুকছে গ্রামগুলিতে। চাষের জমি পুরো জলের তলায়। এ রাজ্যের দিঘাতেও থাবা বসাচ্ছে যশ। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস চলছে।