বুধবার সকালে ওডিশার বালেশ্বরের কাছে আছড়ে পড়বে যশ
পশ্চিমবঙ্গ নয়, ওড়িশায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ইয়াস। সোমবার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করল আলিপুর আবহাওয়া দফতর।আজ, সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সাংবাদিক বৈঠকে জানানো হল, সেই ঘূর্ণিঝড়ের অবস্থান। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে আবহাওয়া দপ্তরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মুহূর্তে দিঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে যশ।’ তিনি উল্লেখ করেছেন, আগামী ১২ ঘণ্টায় ‘সিভিয়ার’ বা তীব্র সাইক্লোনে পরিণত হবে ‘যশ।’ তার পরের ২৪ ঘণ্টায় ‘ভেরি সিভিয়ার’ বা ‘অতি তীব্র’ সাইক্লোনে পরিণত হবে সেই ঘূর্ণিঝড়। তিনি আরও জানান, ২৬ মে ভোরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছে যাবে সাইক্লোন যশ। ওই দিন দুপুরে সেই ঝড় বালেশ্বরের গা ঘেঁষে বেরবে। ‘অতি তীব্র’ ঘূর্ণিঝড় হিসেবে সাগর দ্বীপ ও পারাদ্বীপের মাঝখান দিয়ে ক্রস করবে এটি। ঘূর্ণিঝড় যশের কারণে ২৫ ও ২৬ তারিখে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যাবে। মূলত ওড়িশার বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়ায় এর প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুরে ২ থেকে ৪ মিটার ও দক্ষিণ ২৪ পরগনায় ১ থেকে ২ মিটার উচ্চতা হতে পারে ঢেউয়ের।