জেলা

আমফানের পর এবার বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’

ফের বাংলায় আসছে আরও এক ঘূর্ণিঝড়। চলতি মাসেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে যশ। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রায় আমফানের মতোই আকার নেবে এই নতুন ঘূর্ণিঝড়, দাবি করছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে বলা হয়েছে, ২৩ মে থেকে ২৫ মে’র মধ্যেই বঙ্গে প্রবেশ করবে যশ। তবে এই ঘূর্ণিঝড়ের নিজের অভিমুখ বদলে সুন্দরবন থেকে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে চলেছে যশ। যার জেরে  বঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ।