জেলা

দক্ষিণেশ্বর ও বরানগর মেট্রো স্টেশনের নিরাপত্তা দমদমের হাতে তুলে দিতে প্রস্তাব রেল পুলিশের

বরানগর এবং দক্ষিণেশ্বর মেট্রো রেলের দুটি স্টেশন নিরাপত্তা নিয়ে সমস্যা।‌ এই দুই স্টেশনে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পূর্ব রেলের এই দুটি স্টেশন ব্যবহার করতেন। কিন্তু নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল চালু হওয়ার পর সংখ্যাটা এখন অনেকটাই বেশি। পূর্ব রেলের এই দুটি স্টেশনেই দায়িত্বে আছে বেলুড় রেলওয়ে পুলিশ। নিরাপত্তার দায়িত্বটা তাঁদের থেকে সরিয়ে যাতে দমদম রেল পুলিশকে দেওয়া হয় সেবিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরকে প্রস্তাব পাঠাল রাজ্য রেল পুলিশ। রাজ্য রেল পুলিশের ডিরেক্টর জেনারেল অধীর শর্মা এবিষয়ে রাজ্য পুলিশের হেডকোয়াটার্স-য়ে প্রস্তাব পাঠান এবং প্রস্তাব পাওয়ার পরেই তাদের তরফে এবিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ইন্সপেক্টর জেনারেল (২) কালিয়াপ্পন জয়রামন ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। কার্যত গোটা পশ্চিমবঙ্গে রেল পুলিশের এলাকায় এরকম কোনও স্টেশন নেই যেখানে এক জেলার পুলিশ অন্য জেলায় গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা করে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে বেলুড় থানা তৈরি হওয়ার পর থেকেই এই দুটি স্টেশনের দায়িত্বে আছে বেলুড় থানা। থানা থেকে দুটি স্টেশনের দূরত্ব এতটাই বেশি যে কখনও কোনও ঘটনা ঘটলে রেল পুলিশের বিরুদ্ধে দেরি করে পৌঁছনোর অভিযোগ ওঠে। এবিষয়ে কালিয়াপ্পন জয়রামন বলেন, ‘‌দুটি স্টেশন থেকেই বেলুড় থানা অনেক দূরে। ফলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা প্রস্তাবটি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে পাঠিয়েছি।’‌