এবার আর মহালয়ার সকালের চেনা ছবিটাও দেখা যাবে না। তর্পন করতে দক্ষিণেশ্বরের ঘাটে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। মহালয়ার সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দিরও। প্রতিবারের মতো তর্পণ সেরে দর্শনার্থীরা মন্দিরে দেবীমূর্তির দর্শন পাবেন না।যদিও মন্দির খুলবে। তবে দেরি করে। মহালয়ার দিন মন্দির খুলবে দুপুর ৩টে । মন্দির খোলা থাকবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে মহালয়ার সকালে দর্শনার্থীদের জন্য মন্দির খোলা হবে না। তবে সেদিন বেলা ৩টে থেকে সন্ধে ৮টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন বলে জানা গিয়েছে। সাধারণত প্রতিবছরই মহালয়ার দিনে চক্ত সমাগম অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি হয় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে। এবছর তেমনটা হওয়ার আশঙ্কা রয়েছে। আর সত্যিই যদি তাই তাহলে ব্যাপক ভাবে সংক্রমণ ছড়াবে। তাই সতর্কতা স্বরূপ এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তবে সকালে বন্ধ থাকার বিকেলে ভিড় বাড়তে পারে। ফলে সে ব্যাপারে সতর্ক থাকবে মন্দির কর্তৃপক্ষ। কোভিড গাইডলাইন মেনেই সবকিছু পালন করা হবে বলে জানা গিয়েছে।