জেলা

আগামীকাল থেকেই শুরু হচ্ছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো পরিষেবা

আগামী থেকেই বাণিজ্যিক পরিষেবা চালু হয়ে যাচ্ছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো পথের। আগামীকাল ডানলপ সাহাগঞ্জের মাঠ থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি মেট্রো ভাড়া হতে চলেছে সর্বোচ্চ ২৫ টাকা। আর সর্ব নিম্ন ভাড়া হতে চলেছে ৫ টাকা।দক্ষিণেশ্বর থেকে বরানগর অবধি মেট্রো ভাড়া হতে চলেছে মাত্র ৫ টাকা। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া অবধি ভাড়া হতে চলেছে ১০ টাকা। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো পৌছতে সময় লাগবে ৭ মিনিট। সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা শুরু হবে৷ রাত ৯:৩০ অবধি পাওয়া যাবে মেট্রো। সকাল ৭টা থেকে সকাল ৮টা অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। সকাল আটটা থেকে সকাল ৯:০৪ অবধি মেট্রো চলবে ৮ মিনিট অন্তর ৮টি। সকাল ৯:০৪ মিনিট থেকে ১১:২৮ মিনিট অবধি মেট্রো চলবে ৬ মিনিট অন্তর ২৪টি। সন্ধ্যা ৭:৪২ থেকে ৭:৫০ মিনিটের মধ্যে একটি মেট্রো চলবে। সন্ধ্যা ১৯:৫০ থেকে রাত ৯:৩০ মধ্যে মেট্রো চলবে ১০ মিনিট অন্তর ১০টি করে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি সারা দিনে ৭৯ জোড়া বা ১৫৮টি মেট্রো চলাচল করবে৷