জেলা

আজ থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, পুজোতে নিষিদ্ধ ফুল-সিঁদুর

আজ খুলে গেল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। বৃহস্পতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা, এই উপলক্ষে সকাল থেকে খুলে দেওয়া হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। ভক্তদের মাস্ক এবং স্যানিটাইজার করে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ভোর ছয়টা থেকে দুপুর ১২ টা এবং বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মায়ের মন্দিরের দরজা খোলা থাকবে। এই সময়ের মধ্যে ভক্তরা পুজো দিতে পারবেন। তবে পুজো দেওয়ার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। কেবলমাত্র প্রসাদ ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। পুজো দেওয়ার ক্ষেত্রে ফুল সিঁদুর এগুলো নিয়ে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। মন্দির কর্তৃপক্ষ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে ভক্তদের ঢোকা এবং বেরোনোর ব্যবস্থা করেছে । মন্দিরের প্রবেশের ক্ষেত্রে ভক্তদের মাক্স ব্যবহার এবং স্যানিটাইজার করে তারপর প্রবেশ করানো হচ্ছে। সকাল থেকে দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন মন্দির খোলার খবর শুনে।