দেশের হাতে এল কিশোরদের জন্য দ্বিতীয় কোভিড ১৯ টিকা ৷ এই টিকা বালক-বালিকাদের উপরও প্রয়োগ করা যাবে ৷ ১২ থেকে ১৮ বয়সিদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বায়োলজিক্যাল ই লিমিটেডের টিকা কর্বেভ্যাক্সকে চূড়ান্ত ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া৷ আজ একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা ৷ তারা তাদের বিবৃতিতে জানিয়েছে, “দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে ১২ থেকে ১৮ বছর বয়সিদের উপর জরুরি ভিত্তিতে পরিমিতভাবে টিকা প্রয়োগের উপর ছাড়পত্র পেয়েছে বিই ৷”