দেশ

জম্মু-কাশ্মীরের ডিডিসি নির্বাচনে নতুন অধ্যায়ের সূচনা করেছে : প্রধানমন্ত্রী

জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ বা ডিডিসি-এর নির্বাচন ওই অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। শনিবার এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে এবং মানুষ উৎসাহের সঙ্গে নির্বাচনে যোগ দিয়েছেন। এটা ভারতের জন্য গৌরবের।এদিন জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের জন্য আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্গত ‘সেহত’-এর ঘোষণা করেন মোদি। এর ফলে সেখানকার ২১ লক্ষ মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে চিকিৎসা পাবেন। এদিন মোদি দুজন উপভোক্তার সঙ্গেও কথাও বলেন। তাই এই দিনটিকে জম্মু-কাশ্মীরের জন্য ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরের ডিডিসি-এর নির্বাচনে প্রার্থীরা তাঁদের কাজের জন্য জিতেছেন। জয়ীরা তাঁদের নামের জন্য জেতেননি। একই সঙ্গে তিনি যোগ করেন যে জম্মু ও কাশ্মীরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে তিনি বিরোধীদের খোঁচাও দিয়েছেন। তাঁর অভিযোগ, জম্মু-কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের সীমান্ত এলাকায় উন্নয়নে নজর না দিয়ে এর আগে দেশে যাঁরা দশকের পর দশক ক্ষমতায় ছিলেন, তাঁরা ভুল করেছেন। কিন্তু সেই ভুল তাঁর সরকার শুধরে নিয়েছে বলে মোদীর দাবি।