পরপর উদ্ধার দুই বৃদ্ধার মৃতদেহ। শনিবার সাতসকালে পরপর দুই বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে জলপাইগুড়ির ধূপগুড়িতে তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে ধুপগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধা মহিলার মৃতদেহ উদ্ধার হয়। নিজের বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় ৭০ বছর বয়সী মহিলার মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলা ইলেকট্রিক অফিসে কর্মরত ছিলেন। তারপরে তিনি অবসর গ্রহণ করেন। পরিবারে ছেলে এবং ছেলের বউ ছিল। পরবর্তীতে ছেলের মৃত্যু হয়। মৃত ওই মহিলার মেয়ে বিবাহিত। তাঁর সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। মহিলার মেয়ের দাবি, ঘটনা কিভাবে ঘটল, কারা দায়ী তিনি জানেননা। অন্যদিকে, গলার নলি কাটা অবস্থায় আরেক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। সাকোয়াঝোড়ার মল্লিকশোভা এলাকার বাসিন্দা তিনি। বাড়ির পাশে চা বাগানের নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। এই দুই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য এলাকায়। কেন তাঁদের খুন করা হল খতিয়ে দেখছে পুলিশ।