জেলা

শ্রীরামপুর ঘাটে মৃত কুমির, আতঙ্ক স্থানীয়দের

মঙ্গলবার সকালে গঙ্গার ঘাটে গিয়ে চক্ষু চরকগাছ শ্রীরামপুরবাসীর। গঙ্গাস্নান দূরে থাক, ততক্ষণে চাপা আতঙ্ক এলাকার কালীবাবু শ্মশানঘাটে। গঙ্গার ঘাটের কাছে কচুরিপানার মধ্যে উল্টে পড়ে কুমির। চারিদিকে দুর্গন্ধে মম করছে। বোঝাই যাচ্ছে দেহে পচন ধরে গিয়েছে। মঙ্গলবার ভোরে শ্রীরামপুর কালিবাবুর শ্মশান ঘাটের এই দৃশ্য দেখে এলাকার

মানুষের মধ্যে চাপা আতঙ্ক। স্নান করতে যারা এসেছেন, তাঁদের মধ্যেও গঙ্গায় নামা নিয়ে আতঙ্ক। খবর দেওয়া হয় শ্রীরামপুর পুরসভাকে। পুরসভা বন দফতরকে জানায়। এরপরই বন দফতরের কর্মীরা ও পুরসভার সাফাইকর্মী মিলে মৃত ওই কুমিরটিকে জল থেকে টেনে তোলেন।  তবে গঙ্গায় কুমির দেখে স্থানীয় বাসিন্দাদের মনে চরম আতঙ্কের সৃষ্টি হয়।