কলকাতা

ঘূর্ণিঝড় রিমলের তান্ডবে মৃত্যু কলকাতায়, গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা

খাস কলকাতায় রিমলের তাণ্ডবে মৃত্যু! ল্যান্ডফল প্রক্রিয়া চলছে ঘূর্ণিঝড় রিমলের। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়ার শুরু থেকেই চলছে তাণ্ডব, সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তা। কিছুক্ষণ আগেই জানা গিয়েছিল , খাস কলকাতাতেই একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। ক্যমাক স্ট্রিটে পাঁচিল এবং বিবির বাগান এলাকায় বাড়ির অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, জখম শেখ সাজিদের মৃত্যু হয়েছে। বয়স ৪৮। স্থানীয় সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে প্রবল ঝড়-বৃষ্টির সময়, বিবির বাগান এলাকায় একটি বাড়ির অংশ ভেঙে পড়ে ওই ব্যক্তির মাথায় ওপর। স্থানীয়রা জানান, তাঁকে তৎক্ষণাৎ নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। একাধিক জেলায় বিপর্যয় মোকাবিলায় লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে। তার মাঝেই জানা গিয়েছে গোসাবায় গাছ ভেঙে আহত হয়েছেন ১জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে শহর  কলকাতার একাধিক জায়গায় গাছ পড়ে অবরুদ্ধ রাস্তা। আলিপুর, টালা পার্ক, ভিক্টোরিয়া নিকটবর্তী স্থান, রেড রোড সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে বলে খবর সূত্রের। একই সঙ্গে জানা গিয়েছেন ৭, ক্যামাক স্ট্রিটের একটি পাঁচিল ভেঙে পড়েছে এবং ১০, বিবির বাগান এলাকায় বাড়ির অংশ ভেঙে আহত হয়েছেন বছর ৪৮ এর শেখ সাজিদ নামের এক ব্যক্তি। সূত্রের খবর, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নীলরতন সরকার হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, রাজ্য প্রশাসন, রাজভবন। মেয়র ফিরহাদ হাকিম রবিবারই জানিয়েছেন, বিপর্যয় মোকাবিলায় ১৫ হাজার কর্মী থাকছেন রাস্তায়।  কলকাতার রাস্তায় জল জমে গেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত থাকছে ৪৮০ পাম্প। তবে কেবল রবিবারই নয়, রেমালের প্রভাবে জেলায় জেলায় ঝড় বৃষ্টির দাপট চলবে সোমবারও। দক্ষিণ বঙ্গের একাধিক জেলার সঙ্গেই সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। সোমবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে।