জেলা

মৃত্যু হল নিমতায় আক্রান্ত বৃদ্ধার, টুইটে শোকপ্রকাশ অমিত শাহের

নিমতায় দুষ্কৃতীদের হাতে প্রহৃত বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া। দীর্ঘ একামসের বেশি লড়াই করে শেষ রক্ষা হলনা বছর ৮৫- এর বৃদ্ধার। নিমতার পাটনা ঠাকুরতলার বাসিন্দা শোভা রানী মজুমদার। উত্তর দমদম বিধানসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা শোভা রানী মজুমদার। গত ২৬ ফেব্রুয়ারি উত্তর দমদম বিধানসভার ওই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। মারধর করা হয় বিজেপি কর্মী গোপাল মজুমদারকে ও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ছিল ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত। বিজেপি করার জন্য গোপাল ও তাঁর মাকে শারীরিক নির্যাতন করেছে। বেধড়ক মারের চোটে গুরুতর আহত হন ৮৫ এর বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কিছু দুষ্কৃতী এসে গোপাল ও তাঁর মাকে বেধড়ক মারধর করে। মারের চোট চোখ মুখ ফুলে যায় ওই বৃদ্ধার। সেই ছবি ভাইরাল হয়। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে তীব্র নিন্দা করেন এই ঘটনার। আজ ভোরে ওই ৮৫- এর বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে অমিত শাহ শোকপ্রকাশের পাশাপাশি তৃণমূলের গুন্ডাদেরও নিশানা করেন। তিনি লেখেন, ‘‌টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে। হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে।