ধ্বংসস্তুপ যত সরছে ততই বেরিয়ে আসছে একের পর এক বরফ জমাট বাঁধা লাশ। তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি সোমবারের ভয়াবহ ভূমিকম্পে লাশের পাহাড় জমছে। উদ্ধারকার্যের দশম দিনে মৃতের সংখ্যা ৪১ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। আর সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০০ জনের। তুরস্কে ধ্বংসস্তুপ সরিয়ে যত মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে তার চেয়ে বেশি মানুষের নিথর লাশ উদ্ধার হচ্ছে। ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা মানুষের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে।