মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে বহুতল ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৯ । এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে । আরও পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । তাদের উদ্ধার করে ভিওয়ান্ডি ও থানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এনডিআরএফ-এর এক কর্তা জানিয়েছেন, মৃতদের মধ্যে ১১ থেকে ১৫ বছর বয়সি শিশু রয়েছে । উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থানে রয়েছে । এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলেও জানান তিনি । সোমবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ থানের প্যাটেল কম্পাউন্ড এলাকায় ৪৩ বছরের পুরোনো বিল্ডিং ভেঙে পড়ে । ঘটনায় দুই প্রশাসনিক কর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে । থানে থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ওই বহুতলটিতে ৪০টি ফ্ল্যাট ছিল ।