কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর গতকালই জানিয়ে দিয়েছিলেন, কৃষকদের সঙ্গে আজ আলোচনায় বসতে চায় কেন্দ্র । করোনা সংক্রমণ ও ঠান্ডার কারণে দুপুর ৩টেয় দিল্লির “বিজ্ঞান ভবন”-এ এই বৈঠক হওয়া কথা রয়েছে । প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে নেতৃত্ব দেবেন বলে সূত্রের খবর । কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । তাঁরা জানিয়ে দিয়েছেন, বিনা শর্তেই তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে কেন্দ্রীয় সরকারকে । বুরারিতে গিয়ে আন্দোলনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ২৯ নভেম্বর জে পি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, রাজনাথ সিং ও নরেন্দ্র সিং তোমর-রা । এই পরিস্থিতিতে গতকাল কৃষিমন্ত্রী জানিয়ে দেন, ১ ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র । গতকাল এই ঘোষণার সময় কৃষিমন্ত্রী বলেন, “আমরা ১৩ নভেম্বর সিদ্ধান্ত নিয়েছিলাম, ৩ ডিসেম্বর আলোচনায় বসব । কিন্তু তারপরও কৃষকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে । একে ঠান্ডা, তার উপর কোরোনার সংক্রমণ । এই দুইয়ের জেরে আলোচনার জন্য কৃষক সংগঠগুলিকে আজ দুপুর ৩টেয় বিজ্ঞান ভবনে আহ্বান জানাচ্ছি ।”